যে রুটিনে পড়লে প্রাথমিকে চাকরি নিশ্চিত!

সোমবার প্রকাশ হয়েছে প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি। চাকরি প্রার্থীরা এ নিয়োগ পাওয়ার পরই প্রস্তুতি নিতে শুরু করেছেন লিখিত পরীক্ষার জন্য। বাংলাদেশ জার্নাল-এর পাঠকদের আজ জানাবো কোন রুটিনে প্রস্তুতি নিলে চাকরি নিশ্চিত হতে পারে…

প্রাথমিকে শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষার নম্বর ৮০ এবং মৌখিক পরীক্ষার নম্বর ২০। এরমধ্যে বাংলায় ২০ নম্বর, বাংলা সাহিত্য ৩ নম্বর, বাংলা ব্যাকরণ ১৭ নম্বর, গণিত ২০ নম্বর, পাটিগণিত-৮/৯ নম্বর, বীজগণিত-৫/৬ নম্বর, জ্যামিতি-৫ নম্বর, ইংরেজি-২০ নম্বর, ইংরেজি- ২০ নম্বর, সাধারণ জ্ঞান- ২০ নম্বর, বাংলাদেশ ৭/৮ নম্বর, আন্তর্জাতিক- ৫/৬ নম্বর, সাম্প্রতিক ৫/৬ নম্বর, মৌখিক:-২০ নম্বর।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। লিখিত পরীক্ষা নেয়া হবে এমসিকিউ পদ্ধতিতে। বাংলা, গণিত, ইংরেজি ও সাধারণ জ্ঞানের প্রতিটি বিষয় থেকে ২০টি করে মোট ৮০টি নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে।

প্রতিটি প্রশ্নের মান ১ প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। চারটি উত্তর ভুল হলেই কাটা যাবে ১ নম্বর। প্রথমে বলে রাখি, অন্ধভাবে প্রফেসর’স Job Solution বইটা ব্যাখ্যাসহ পড়ে ফেলুন এবং সাথে MP3 জর্জ সিরিজ প্রাথমিক শিক্ষক নিয়োগ গাইডটা রাখতে পারেন।

বাংলা: জোর দিতে হবে: বাংলা অংশে ব্যাকরণের ওপর বেশি জোর দিতে হবে। অষ্টম ও নবম-দশম শ্রেণির বোর্ড প্রণীত ব্যাকরণ বইয়ের সব অধ্যায় উদাহরণসহ ভালোভাবে পড়তে হবে। জানতে হবে কবি-সাহিত্যিকদের সাহিত্যকর্ম ও জীবনী সম্পর্কে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart