জামিন পেলেও নতুন করে নিক্সন চৌধুরীকে চরম দুঃসংবাদ দিলো সরকার,

নির্বাচনী আচরণবিধি ল’ঙ্ঘ’নের অ’ভি’যোগে নির্বাচন কমিশনের (ইসি) দায়ের করা মা’মলায় ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীকে হাই’কোর্টের দেওয়া আগাম জা’মিনের বিরু’দ্ধে আপিল বিভাগে আবেদন করবে রাষ্ট্রপক্ষ।

মঙ্গলবার (২০ অক্টোবর) বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌস (রুপা)। তিনি বলেন, এ জা’মিন আদেশের বি’রুদ্ধে আপিল বিভাগে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। আ’দালতে হাজির হয়ে জা’মিন আবেদনের পর মঙ্গলবার (২০ অক্টোবর) বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের হাই’কোর্ট বেঞ্চ নিক্সন চৌধুরীকে ৮ সপ্তাহের আগাম জা’মিন দেন।

আ’দালতে নিক্সন চৌধুরীর পক্ষে শুনানি করেন আইনজীবী ড. শাহদীন মালিক। সঙ্গে ছিলেন আইনজীবী এম মনজুর আলম।

পরে শাহদীন মালিক সাংবাদিকদের বলেন, আ’দালত নিক্সন চৌধুরীকে ৮ সপ্তাহের আগাম জা’মিন দিয়েছেন। তবে কিছু শর্ত আছে। যেমন সাক্ষীদের প্রভাবান্বিত করা যাবে না, ত’দন্তে সহায়তা করতে হবে।

উপজে’লা নির্বাচনে সংসদ সদস্য হিসেবে আচরণবিধি ল’ঙ্ঘ’নের অ’ভি’যোগে গত ১৫ অক্টোবর নিক্সনের বি’রু’দ্ধে মা’মলা করে ইসি। ইসির পক্ষে জে’লা সিনিয়র নির্বাচন অফিসার নোয়াবুল ইস’লাম বাদী হয়ে ফরিদপুরের চরভদ্রাসন থা’নায় এ মা’মলা করেন।

চরভদ্রাসন উপজে’লা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনকে কেন্দ্র করে জে’লা প্রশাসককে (ডিসি) হু’ম’কি ও নির্বাচনী দায়িত্ব পালন করা কর্মক’র্তাদের গা’লাগা’ল করার অ’ভি’যোগ আনা হয় মা’মলায়।

গত ১০ অক্টোবর ফরিদপুরের চরভদ্রাসন উপজে’লা পরিষদ নির্বাচন হয়। ওই নির্বাচনকে কেন্দ্র করে জে’লা প্রশাসক ও উপজে’লা নির্বাহী কর্মক’র্তাদের হু’ম’কি এবং নির্বাচন কর্মক’র্তাদের গা’লাগা’ল করেন নিক্সন চৌধুরী। এ ঘ’টনায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে অশো’ভন আচ’রণের বিষয়ে প্রতিকার চেয়ে নির্বাচন কমিশনেও চিঠি দেয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart