কলকাতা নাইট রাইডার্সের ভেতরে কিছু একটা ঘটছে: লারা,

যা আইপিএলের ইতিহাসে প্রথম ইনিংসে অলআউট না হয়ে সর্বনিম্ন দলীয় সংগ্রহ। সেই ম্যাচ ছাড়াও বলতে গেলে এবারের আসরে তেমন একটা ভালো কিছু করে দেখাতে পারছে না শাহরুখ খানের কেকেআর। প্লে-অফ খেলা নিয়ে শঙ্কায় ভুগছে দলটি। কেকেআরের এমন দৈন্যদশায় দলটি নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা।

লারা বর্তমানে আইপিএলের অফিশিয়াল ব্রডকাস্টারদের হয়ে ধারাভাষ্যকার হিসেবে নিযুক্ত। বুধবার আরসিবির কাছে ৮ উইকেটে কলকাতার লজ্জার হারের পর লারা বলেন, দলটির নানা অগোছালো চিত্র মোটেও ভালো লাগছে না। মাঝ পথে অধিনায়কত্ব পরিবর্তন করা হয়েছে এই দলে। দীনেশ কার্তিককে পদত্যাগে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ। অথচ কলকাতার সমস্যা কখনই অধিনায়কত্ব ছিল না। আমার মনে হয়, তারা নিজেদের ওপর অহেতুক চাপ তৈরি করছে। ওদের ভেতরে ভেতরে কিছু একটা হচ্ছে, যা হওয়াটা উচিত নয়।

লারা উদ্বেগের সুরে বলেন, সুনীল নারিনের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছিল। পরে ভারতীয় বোর্ডের ছাড়পত্র পেলেও বুধবার তাকে ছাড়াই খেলেছে কলকাতা। এর মধ্যে চোটের কবলে পড়েছেন আন্দ্রে রাসেল। কিন্তু তাকে মাঠে রান পেতে হবে। ওর রান পাওয়াটা ভীষণ জরুরি। এদিকে ব্যাট-বলে দলটির অনেকের পারফরম্যান্স একেবারে শোচনীয়। সব মিলিয়ে বেশ বেকায়দায় রয়েছে কলকাতা।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart